তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা

1. অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না। 
2. অন্য ব্যক্তির কম্পিউটারের কাজের উপর হস্তক্ষেপ করা যাবে না। 
3. অন্য ব্যক্তির ফাইলসমূহ হতে গোপনে তথ্য সংগ্রহ করা যাবে না। 
4. চুরির উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করা যাবে না। 
5. মিথ্যা সাক্ষ্যপ্রমাণ বহনের জন্য কম্পিউটার ব্যবহার করা যাবে না। 
6. লাইসেন্সবিহীন সফটওয়্যার ব্যবহার ও কপি করা যাবে না। 
7. অনুমতি ব্যতিরেকে অন্যের কম্পিউটার রিসোর্স ব্যবহার করা যাবে না। 
8. অন্যের কাজকে নিজের কাজ হিসাবে চালিয়ে দেওয়া যাবে না। 
9. কম্পিউটার ব্যবহার করার পূর্বে সমাজের উপর প্রভাব সম্পর্কে চিন্তা করতে হবে। 
10. কম্পিউটার কি ঐসব উপায় ব্যবহার করা যেন তা বিচার বিবেচনা ও অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে।

No comments:

Post a Comment

HSC Suggestions and Board Questions Solutions:

 ১. প্রথম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ২. দ্বিতীয় অধ্যায়: কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। ৩. তৃতীয় অধ্যা...