ICT Chapter 4 HTML নিয়ে কিছু প্রশ্ন

ICT Chapter 4 HTML নিয়ে কিছু প্রশ্ন
 
🚫নেটওয়ার্ক কি? 
 ➡️দুই বা ততোধিক কম্পিউটারের বা অন্যান্য ইলেকট্রনিক্স ডিভাইসে সংযোগকে নেটওয়ার্ক বলে। 
 
🚫ইন্টারনেট কি? 
 ➡️দুই বা ততোধিক নেটওয়ার্কের সংযোগকে ইন্টারনেট বলে। 
 
🚫www কি? 
 ➡️World Wide Web কে সংক্ষেপে www বলা হয়। যার অর্থ হল বিশ্বজাল। 
 
🚫www কে তৈরি করেছেন?
 ➡️টিম বার্নস লি 
 
🚫HTML এর পূর্ণরূপ কি? 
 ➡️Hyper Text Markup Language 
 
🚫HTTP এর পূর্ণরূপ কি? 
 ➡️Hyper Text Transfer Protocol 
 
🚫ওয়েব ব্রাউজিং কি? 
 ➡️ওয়েব ব্রাউজিং মানে হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে ভিজিট করা। 
 
🚫ওয়েব ব্রাউজার কি?
 ➡️ওয়েব ব্রাউজার বা ওয়েব পেজ প্রদর্শনের জন্য যে সকল সফটওয়্যার ব্যবহার করা হয় তাদেরকে ওয়েব ব্রাউজার বলে। 
 
🚫Webpage কি?
 ➡️কোন একটি ওয়েবসাইটের স্বতন্ত্র পেইজকে ওয়েব পেইজ বলে। অথবা HTML এর সাহায্যে তৈরিকৃত ডকুমেন্টকে ওয়েবপেজ বলে। 
 
🚫Website কি? 
 ➡️Website হল ইন্টারনেটের এমন একটি ঠিকানা যেখানে এক বা একাধিক সম্পর্কযুক্ত ওয়েবপেজ থাকে। 
 🚫হোমপেইজ/ইনডেক্স পেইজ কি?
 ➡️ওয়েবসাইটে প্রবেশের প্রবেশদ্বার কে হোমপেজ বলে। 
 ❤️ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাইকে ধন্যবাদ ❤️

No comments:

Post a Comment

HSC Suggestions and Board Questions Solutions:

 ১. প্রথম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ২. দ্বিতীয় অধ্যায়: কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। ৩. তৃতীয় অধ্যা...