সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্নয়।

উদাহরণ-02: সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশনের দক্ষতা নির্নয়। 
 সমাধান: মনে করি, 80 KB ডাটা প্রেরণ করা হয়েছে | 
 প্রকৃত ডেটা = 80 KB 
 Start byte = 2 
 Stop byte = 2 
 প্রতিটি 8 bit গুরুপের জন্য ওভারহেড ডেটা প্রয়োজন = 2+2 = 4 byte 
 মোট ডেটা বিট = প্রকৃত ডেটা + ওভারহেড ডেটা = 80 + 4 = 84 byte 
 সুতরাং,  দক্ষতা = (প্রকৃত ডেটা / মোট ডেটা) × 100% 
অতএব,  দক্ষতা = (80/84) × 100% 
= 95.24%

No comments:

Post a Comment

HSC Suggestions and Board Questions Solutions:

 ১. প্রথম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ২. দ্বিতীয় অধ্যায়: কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। ৩. তৃতীয় অধ্যা...