⭕ টপিক বাংলা গল্প অপরিচিতা ⭕

⭕ টপিক বাংলা গল্প অপরিচিতা ⭕

১.  ‘আদমশুমারি’ বলতে কী বোঝ?

ক. আদমের বৈশিষ্ট্যাবলি

খ. বিয়ের একটা অংশ

গ. বাহক সংখ্যা✅

ঘ. লোকগণনা

২. অনুপম কাকে নিয়ে তীর্থে যাচ্ছিল?

ক. মামাকে

খ. মাকে✅

গ. বিনুদাদাকে

ঘ. স্বয়ং নিজকে


 ৩.অনুপমের কাছে চিরকালই সবচেয়ে বড় সত্য কী?

ক. গলার স্বর✅

খ. জন্ম-মৃত্যু

গ. বিবাহ

ঘ. মনুষ্যত্ ‘

৪. অপরিচিতা’ গল্পের নায়কের কাছে কোন ক্লাসের টিকিট ছিল?

ক. ভিআইপি

খ. ফার্স্ট ক্লাস✅

গ. সেকেন্ড ক্লাস

ঘ. থার্ড ক্লাস


৬. ‘অপরিচিতা’ গল্পের নায়িকা কোন ক্লাসের যাত্রী ছিল?

ক. ভিআইপির

খ. ফার্স্ট ক্লাসের

গ. সেকেন্ড ক্লাসের✅

ঘ. থার্ড ক্লাসের


৭. কার চোখের পলক পড়ছিল না?

ক. অনুপমের

খ. হরিশের

গ. মেয়েটির

ঘ. মায়ের✅


 ৮. অনুপম জানালার বাইরে মুখ বাড়িয়ে রেখেছিল কেন?

ক. হাওয়া খেতে

খ. লজ্জায়✅

গ. গরমে

ঘ. বিরক্তিতে


৯. ‘অপরিচিতা’ গল্পের নায়িকার নাম কী?

ক. মৃন্ময়ী

খ. নারানী

গ. কল্যাণী✅

ঘ. শেফালি


 ১০. শম্ভুনাথ সেন পেশায় কী?

ক. উকিল

খ. মোক্তার

গ. মাস্টার

ঘ. ডাক্তার✅


১১.  কার নিষেধ অমান্য করে অনুপম কানপুরে এসেছে?

ক. মামার

খ. মায়ের✅

গ. মাস্টার

ঘ. বিনুদার


১২. অনুপমের হাতে জোড়ে মাথা হেঁটে কার হৃদয় গলেছে?

ক. মামার

খ. মায়ের

গ. শম্ভুনাথ বাবুর✅

ঘ. কল্যাণীর


১৩. কল্যাণী বিয়ে করবে না কেন?

ক. লগড়বভ্রষ্ট হওয়ায়

খ. মাতৃ-আজ্ঞায়✅

গ. পিতৃ-আজ্ঞায়

ঘ. বয়স হওয়ায়

১৪. কল্যাণী কিসের ব্রত গ্রহণ করেছে?

ক. দেশমাতৃকার সেবার

খ. দেশমাতাকে উদ্ধারের

গ. মেয়ে শিক্ষার✅

ঘ. সমাজ সংস্কারের

১৫. ‘অপরিচিতা’ গল্পে অনুপম যখন কল্যাণীর পাশে আসে তখন তার বয়স কত ছিল?

ক. বাইশ

খ. তেইশ✅

গ. চব্বিশ

ঘ. পঁচিশ


১৬. অনুপম কত বছর ধরে কল্যাণীর পাশে অবস্থান করছে?

ক. দুই

খ. তিন

গ. চার✅

ঘ. পাঁচ


১৭. বছরের পর বছর অনুপম কোথায় অবস্থান করছে?

ক. বাবার পাশে

খ. মামার পাশে

গ. বন্ধুর পাশে

ঘ. কল্যাণীর পাশে✅


১৮. সবকিছুর পরেও অনুপম তার ভাগ্যকে কেমন বলছে?

ক. একপ্রকার ভালো

খ. ভালো✅

গ. মোটামুটি

ঘ. চমৎকার


১৯.মামা বিবাহ সম্বন্ধের কথা তুলতে পারেন না কেন?

ক. দুঃখে

খ. ক্ষোভে

গ. রাগে

ঘ. লজ্জায়✅


২০. ‘গণ্ডুষ’ শব্দটির অর্থ কী?

ক. এক কোষ জল✅

খ. এক ঘটি জল

গ. এক কলসি জল

ঘ. এক গ্লাস জল

No comments:

Post a Comment

HSC Suggestions and Board Questions Solutions:

 ১. প্রথম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি- বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। ২. দ্বিতীয় অধ্যায়: কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। ৩. তৃতীয় অধ্যা...